প্রতিদিন নতুন ভাবনা,
নতুন চিন্তা নতুন আশা
নিয়ে দিন শুরু করো,
তাহলে সারা দিন ভালো কাটবে।
🌄🌄শুভ সকাল🌄🌄
আধুনিক এই ইন্টারনেটের যুগে আমরা আমাদের দিনের শুরু করি সাধারণত স্মার্টফোনে দিয়েই। সকাল বেলা ঘুম থেকে ওঠার পর পরই সবার প্রথমেই স্মার্টফোনে ব্যবহার করে থাকি আমরা । তাই অনেকেই তার প্রিয়জনদের শুভ সকাল জানানোর জন্য হোয়াটস্যাপ, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া অথবা (খুদে বার্তা) SMS শুভ সকাল উক্তি এর ব্যবহার করে থাকে।
সেই কথায় মাথায় রেখে আমরা আপনাদের জন্য ১৪৭ টি সেরা শুভ সকালের সুন্দর ছবি ও কবিতা নিয়ে এসেছি আপনাদের জন্য। এই শুভ সকালের শুভেচ্ছা বার্তা গুলো প্রিয়জনদের বা আপনার সাথির কাছে পাঠিয়ে তাদেরকে একটি সুন্দর এবং খুশিতে ভরা দিনের শুভেচ্ছা জানিয়ে দিন।
আমাদের এই ব্যস্ততম জীবনে সকালই হলো এমন একটা বিশেষ এবং শান্তি বা আরাম পূর্ণ সময় যখন আমরা কিছু নতুন লক্ষ ও আশা নিয়ে জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করি। প্রতিটি সকাল আমাদের জীবনকে নতুন ভাবে শুরু করতে সাহায্য করে এটি। তাই ইতিবাচক মানসিকতা নিয়ে দিন শুরু করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে আপনাদের জন্য ২০২২-এর সেরা মোটিভেশনাল ইতিবাচক ও উক্তি শুভ সকালের কবিতা নিয়ে এসেছি।
আকাশ যতই মেঘলা হোক,
ভরসা রাখো নিজের উপর,
চিরকাল মেঘলা দিন থাকে না…
রোদ নিশ্চয়ই উঠবে।
🌄🌄শুভ সকাল🌄🌄
একটি নতুন সকাল তোমাকে
নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে।
যদি তুমি সেই সকালটাকে তার
মর্যাদা দিয়ে বরণ করতে পারো।
🌄🌄শুভ সকাল🌄🌄
Post a Comment