আমাদের আজকের পোস্টের বিষয় হলো সাদা কালো উক্তি। আমরা অনেক সময় মজা করের আমাদের ফোনে সাদা কালো ছবি তুলে থাকি । আবার রঙিন ছবি কেও সাদা কালোতে রুপান্তর করতে কেউ কেউ পছন্দ করে । তখন এই ছবি টি যদি সোশ্যাল মেডিয়ায় বা ফেসবুক কোন পোস্ট করতে যাই, দরকার হয় একটি মানানসই ভালো ক্যাপশন এর।

সাদা কালো উক্তি 2022 

তখন আমরা অনেক ওয়েবসাইটের কাছে যায়। আমরা জানি আপনাদের প্রিয় ওয়েবসাইট হলো myarfan.com। আপনারা এখান থেকে সকল রকমের ক্যাপশন পেয়ে যাবেন। তাই এখানে আমরা আপনাদের জন্য অনেক গুলো কালো সাদা/ সাদা কালো ক্যাপশন নেয়ে এলাম। (সাদা কালো ছবির ক্যাপশন)


সাদাকালো নীরবে অনেক কথাই বলে যায়,

চোখ ধাদানো রঙের ভীরে তাই ঘুরি না ।



তোর দরজায় ঘুণ ধরেছে

আমার তালায় জং ।

হয়েছি আজ সাদাকালো

মিলিয়েছে সব রং । {সাদা কালো উক্তি}


চলছে জীবন থামেনি এখনো,

রংয়ের দুনিয়ায় সাদাকালো তেই ভীষণ স্বচ্ছন্দ ।


সাদাকালো ছবি জুড়ে রঙিন স্মৃতিদের ভিড়,

বাদলা দিনে পথ হারিয়ে অনুরাগ হয়েছে নিবিড় ।




সাদা কালো কিছু স্বপ্ন সিলিং জুড়ে ভাসে

মালা গেঁথে গল্প বলে ভেজা চোখেও হাসে ।


ভাবছি সাদা কালো রং দিয়ে

একটি রঙিন ছবি আঁকবো ।

Post a Comment

أحدث أقدم